রোহিঙ্গাদের জন্য ২০ কোটি ডলার প্রয়োজন: জাতিসংঘ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৫

সাহস ডেস্ক

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য ২০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন্স। ৪ লাখ রোহিঙ্গাকে আগামী ছয় মাস সহায়তা দিতে এই সহায়তা প্রয়োজন।

রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এটা সুনিশ্চিত তথ্য নয় তবে আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী এটি আমরা ধারণা করছি। ওয়াটকিন্স বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে আসা এখনো অব্যাহত আছে তাই বলা যাচ্ছে না কত মানুষের জন্য কতদিনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আমরা অবশ্যই ১০ বছরব্যাপী পরিকল্পনা করতে চাই না কারণ আমরা আশা করতে চাই আলোচনার মাধ্যমে এদের ফেরত পাঠানো সম্ভব হবে। আমরা বেশি দূরের ভবিষ্যত নিয়েও পরিকল্পনাও করতে চাই না কারণ এতে একটা খারাপ সংকেত যাবে যে এই মানুষগুলো এখানে দীর্ঘ সময়ের জন্য থাকবে। 

ওয়াটকিন্স বলেন, আমাদের দাতাগোষ্ঠী একবছরের বেশি সময়ের জন্য সহযোগিতা করতে প্রস্তুত নয় কারণ আমরা অনেক বেশি অর্থের চাহিদা দিয়েছি। 
রয়টার্স।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত