স্যামসাংয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ১৪:০৯

সাহস ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওউন ওহিউন পদত্যাগ করেছেন। দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার ওই প্রযুক্তি প্রতিষ্ঠানের উত্তরাধিকারী জে ইয়ং লির কারাদণ্ডের পর এর ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

কর্মীদের কাছে লেখা এক চিঠিতে স্যামসাং প্রধান ওউন নতুন কোনো নেতৃত্ব নির্বাচন করার পরামর্শ দিয়েছেন।

১৯৮৫ সালে গবেষক হিসেবে স্যামসাংয়ে যোগ দিয়েছিলেন ওউন। ২০১২ সালে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন তিনি।

শুক্রবার (১৩ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওউনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ওউন ব্যবস্থাপনা কমিটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্যামসাংয়ের বোর্ডের সদস্য হিসেবে ২০১৮ সালের মার্চে মেয়াদ শেষ হচ্ছে ওউনের। তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। একই সঙ্গে তিনি স্যামসাং ডিসপ্লের প্রধান নির্বাহী কর্মকর্তার পদটিও ছাড়বেন। ২০১৬ সাল থেকে ওই পদে আছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত