নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৮ সৈন্য নিহত

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৭, ১১:৫৪

সাহস ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় আট সৈন্য ও এক বেসামরিক নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন ইয়োবে রাজ্যের পুলিশ কমিশনার আব্দুলমালিক সুমনু।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ইয়োবেতে হামলাটি চালানো হয়। এতে আরো পাঁচ বেসামরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো নিয়ে একটি ইসলামি রাজ্য প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে বিদ্রোহ শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। সাধারণভাবে ‘বোকা হারাম’ এর অর্থ ‘পশ্চিমা শিক্ষা পাপাচার’।

জঙ্গিগোষ্ঠীটির বিভিন্ন হামলায় এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত ও প্রায় ২৭ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি নাইজেরিয়া ও প্রতিবেশী দেশগুলোর যৌথ সামরিক অভিযানের মুখে জঙ্গিগোষ্ঠীটি তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত