সৌদিতে আমি মুক্ত, দ্রুতই লেবাননে ফিরব : হারিরি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৭, ১০:৪৬

সাহস ডেস্ক

সৌদি আরবে নিজেকে মুক্ত দাবি করে দ্রুতই দেশে ফিরে আসার কথা জানিয়েচেন লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সা’দ হারিরি। একইসঙ্গে লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন। আট দিন আগে পদত্যাগের ঘোষণার পর সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রকাশ্যে কোনো বক্তব্য দিলেন হারিরি।

নিজ রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে পরিচিত ফিউচার টিভিকে হারিরি বলেন, সৌদি আরবে আমি মুক্ত। আমার পূর্ণ স্বাধীনতা আছে। তবে আমি অতি দ্রুত দেশে আমার পরিবারের নিকট ফিরতে চাই। আমি কয়েক মাস বলছি না, মাত্র কয়েকদিনের মধ্যেই আমি লেবাননে ফিরে যাব।

লেবাননের সুন্নি রাজনীতিবিদ সা’দ হারিরি সম্প্রতি সৌদি সফরে যান। সেখান থেকেই গত ৪ নভেম্বর এক টিভি সাক্ষাতকারে পদত্যাগের ঘোষণা দেন হারিরি। কারণ হিসেবে ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে জীবনহানির শঙ্কার কথা জানান তিনি। সা’দ হারিরির বাবা ও লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি ২০০৫ সালে বৈরুতে এক বোমা হামলায় মারা যান। 

সাহস২৪.কম/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত