ফের বৈঠকে মোদী-ট্রাম্প পরস্পরের ভূয়সী প্রশংসা

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ১১:০২

অনলাইন ডেস্ক

নতুন আন্তর্জাতিক জোটের ইঙ্গিত দিয়ে রবিবারই ম্যানিলায় জাপান-অস্ট্রেলিয়া-আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে বসেছিলেন ভারতীয় প্রতিনিধিরা। সোমবার (১৩ নভেম্বর) আশিয়ান সম্মেলনের ফাঁকে আরো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করল ভারত। পরস্পরের মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এতে এ দুই নেতাই ইঙ্গিত দিয়েছেন, আরো বাড়তে চলেছে দ্বিপাক্ষিক সহযোগিতা। দুই নেতাই পরস্পরের ভূয়সী প্রশংসাও করেন। বৈঠকে মোদী নিজের প্রারম্ভিক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসতে পেরে আমি খুশি।

ভারত-মার্কিন সম্পর্ক ক্রমশ প্রশস্ত এবং গভীরতর হচ্ছে এবং আপনারাও বুঝতে পারছেন, কেবল ভারতের স্বার্থ চরিতার্থ করার মধ্যে আর সীমাবদ্ধ নেই এই সম্পর্ক, এশিয়ার ভবিষ্যৎ এবং গোটা মানবজাতির কল্যাণের জন্যই এখন ভারত-মার্কিন সম্পর্ক কাজ করতে প্রস্তুত। 

সূত্র: এনডিটিভি।

সাহস২৪.কম/ আল মনসুর