ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৫০

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ১৫:২২

অনলাইন ডেস্ক

ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতে সংখ্যা বেড়ে সাড়ে চারশ জনে দাঁড়িয়েছে। এ সময় কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ১৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে সিএনএন এ খবর জানায়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ভূমিকম্পে দেশটির কিরানশাহ প্রদেশের একটি শহরে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। ১৩ নভেম্বর (সোমবার) এক বিবৃতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় ১২ নভেম্বর (রবিবার) রাত ৯টা ২০ মিনিটে ইরান ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ তথ্য, এ ভূমিকম্পে দু'দেশের এখন পর্যন্ত ৪৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ইরাকের হালাবজা শহর থেকে ২১ মাইল দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। 

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর