‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে ফ্রান্স’

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১৩:৪২

সাহস ডেস্ক

ফ্রান্সের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ এনেছে ইরান। ফ্রান্সের পক্ষপাতদুষ্ট অবস্থান মধ্যপ্রাচ্যের  স্থিতিশীলতার জন্য হুমকি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক রিপোর্টে এই অভিযোগ আনা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, মধ্যপ্রাচ্য সংকট এবং এখানকার মানবিক বিপর্যয় নিয়ে  ফ্রান্সের মনোভাব পক্ষপাতদুষ্ট। গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান লে ড্রিয়ানের সঙ্গে এক যৌথ সাংবাদিক সন্মেলন করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের।

সংবাদ সন্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ব্যালাস্টিক মিসাইল কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে দেশটির  ভূমিকায় উদ্বিগ্ন ফ্রান্স। রয়টার্স।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত