এবার মুগাবেকে পদত্যাগের আহ্বান নিজ দল থেকেই

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১৫:৪৫

সাহস ডেস্ক

দিন দিনই জোরালো হচ্ছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগের দাবি। বিরোধী দলের পর এবার প্রেসিডেন্ট পদ ছাড়তে মুগাবের প্রতি আহ্বান জানালো তার দল জানু-পিএফ।

১৭ নভেম্বর (শুক্রবার) বিকালে দলটির ১০টি আঞ্চলিক শাখার অন্তত ৮টি মুগাবেকে প্রেসিডেন্ট ও দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের আহ্বান জানায় বলে খবর বিবিসির।

প্রেসিডন্টের পাশাপাশি দল থেকে সরে দাঁড়াতে ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকেও তাগিদ দেয় ক্ষমতাসীন দলটির আঞ্চলিক শাখার নেতাকর্মীরা।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ক্ষমতাসীন দলটির আঞ্চলিক আটটি শাখার নেতাকর্মীরা এ আহ্বান জানিয়েছে। ক্ষমতাসীন দলের পাশাপাশি প্রেসিডেন্ট মুগাবেকে পদত্যাগের আহ্বান জানায় ব্রিটিশ শাসন থেকে মুক্তি আন্দোলনের সাবেক যোদ্ধারাও।

এতোদিন যোদ্ধাদের সর্মথনকে মুগাবের বড় শক্তি হিসেবে ধরা হতো। তবে শুক্রবার সেনাদের সঙ্গে বৈঠকে নিজের পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দেন রবার্ট মুগাবে।

জিম্বাবুয়েতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর শুক্রবারই প্রথম জনসম্মুখে আসেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট। এদিকে শনিবার সেনা সমর্থনে সমাবেশ হওয়ার কথা রয়েছে রাজধানী হারারেতে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত