৪৪ জন নাবিকসহ আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১৫:৫৩

সাহস ডেস্ক

৪৪ জন নাবিকসহ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এআরএ স্যান হুয়ান নামের আর্জেন্টিনার একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) কন্টোল রুমের সঙ্গে যোগাযোগ হারানো ডুবোজাহাজটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

নৌবাহিনীর একজন মুখপাত্র জানায়, দুইদিন আগে ডুবোজাহাজটি নিখোঁজের আগে সর্বশেষ আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের সাগরে থাকা অবস্থায় যোগাযোগ হয়।

নৌবাহিনীর মুখপাত্র এনরিখ বালবি জানায়, এখানে যদি যোগাযোগ সমস্যা হতো তবে ডুবোযানটি উপরিভাগে ভেসে ওঠতো।

তিরি আরও জানান,  সাবমেরিনটি বেশ কয়েকদিন চলতে পারবে, এমন পরিমান খাবারের সরবরাহ রয়েছে। যোগাযোগ সমস্যাগুলোর মধ্যেও এটি বেশ কয়েকদিন কাটিয়ে দিতে পারবে।

মুখপাত্র জানান, এই ঘটনায় যোগাযোগ সমস্যা ছাড়া আমরা আর কিছু ভাবছি না। জার্মানির তৈরি এই সাবটিতে হয়তো কোনো বৈদ্যুতিক গোলযোগ হয়েছে।

সূত্র: বিবিসি 
সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত