নিউ ক্যালেডোনিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১১:৩৩

সাহস ডেস্ক

নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.০। ইতোমধ্যে এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 

২০ নভেম্বর (সোমবার) বার্তা সংস্থা এএফপির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো একথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের হালকা জনবসতিপূর্ণ লোয়ালটি দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলে ভূপৃষ্ঠের প্রায় ৮২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র এ ভূমিকম্পের ঘটনায় সুনামি সতর্কতা জারি করে বলেছে, এতে সৃষ্ট সামুদ্রিক ঢেউ ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে।

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত