পদত্যাগ করবেন না মুগাবে

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১৪:২৭

সাহস ডেস্ক

দলপ্রধানের পদ থেকে বহিষ্কারের পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

এর আগে, রবার্ট মুগাবেকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দেওয়া হয় দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন এম-নানগাগওয়াকে। মুগাবের স্ত্রী গ্রেসকেও দল থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় সময় ১৮ নভেম্বর (রবিবার) রাতে এক টেলিভিশন ভাষণে পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে মুগাবে বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় দলীয় সম্মেলনেও সভাপতিত্ব করবেন তিনি।

এর আগে, জানু-পিএফ পার্টির কেন্দ্রীয় কমিটির বিশেষ বৈঠকে মুগাবেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জানু-পিএফ পার্টির যুব শাখাও মুগাবের বিপক্ষে অবস্থান নেয়।

গত ১৭ নভেম্বর (শনিবার), রাজধানী হারারেতে মুগাবের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় হাজার হাজার মানুষ। গত সপ্তাহে প্রেসিডেন্ট মুগাবে ভাইস প্রেসিডেন্ট এম-নানগাগওয়াকে বরখাস্ত করলে, দেশটির সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত