জেগে উঠেছে আগ্নেয়গিরি মাউন্ট আগুং

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ১৪:৩৩

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছাকাছি অবস্থিত আগ্নেয়গিরি ‘মাউন্ট আগুং’-এর অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ফলে আকাশে ছাই ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পর্যটন কেন্দ্র কুতা থেকে ৭০ কিলোমিটার দূরে কারাং আসেম জেলায় অবস্থিত আগ্নেয়গিরিটি থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার পর অগ্নুৎপাত শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে। 

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা সুপোতো পুরো নুগরো জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তাই লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়নি।

এর আগে অক্টোবরের দিকে আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত শুরু হলে সর্বোচ্চ সর্তকতা জারি করে লোকজনকে দ্রুত নিরাপদে সরে যেতে বলা হয়। 

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত