লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা সাঈদ মুক্ত

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ১৫:৫২

সাহস ডেস্ক

পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ গৃহবন্দিত্ব থেকে মুক্তি দিয়েছে দেশটির আদালত।

আদালতের আদেশে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় লাহোরের বাসভবন থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী এই সাঈদই ছিল বলে দাবি ভারত সরকারের। ওই হামলায় ১৬০ জনের বেশি নিহত হন। সাঈদ অবশ্য শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

সাঈদকে ধরতে যুক্তরাষ্ট্র এক কোটি মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল।

মুক্তি পাওয়ার পর এক ভিডিও বার্তায় সাঈদ বলেন, লাহোর আদালতের আদেশে প্রমাণ হয়েছে মুম্বাই হামলায় তার জড়িত থাকার অভিযোগ মিথ্যা। ভারত সবসময় আমাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আসছে। কিন্তু উচ্চ আদালতে প্রমাণ হয়েছে, তাদের সব অপপ্রচার মিথ্যা।

প্রসঙ্গত, সন্ত্রাস বিরোধী আইনে গত জানুয়ারি থেকে পাকিস্তানে পাঞ্জাবের প্রাদেশিক সরকারের আবেদনে আদালত সাঈদকে গৃহবন্দি করে রাখার রায় দেয়। পরে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে লাহোর হাইকোর্টে সাঈদের গৃহবন্দিত্বের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত