ক্ষমা পাচ্ছেন সৌদি আরবে আটক কয়েকজন প্রিন্স ও মন্ত্রী

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৬

সাহস ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নেতৃত্বাধীন দুর্নীতি দমন অভিযানে আটক কয়েকজন প্রিন্স ও মন্ত্রী শর্তসাপেক্ষে ক্ষমা পাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। তবে তাদের মধ্যে কি সমঝোতা হয়েছে তা জানানো হয়নি। 

৬ ডিসেম্বর (বুধবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, এখনও সবার নাম প্রকাশ করা হয়নি। তবে প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহর মুক্তির জন্য ১০০ কোটি ডলার দাবি করা হয়েছিলো বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিলো।

গত ৪ নভেম্বর দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির বেশ কয়েকজন প্রিন্স ও মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়। এক বিবৃতিতে জানানো হয়, ৩২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর আটক রয়েছেন ১৫৯ জন। আটককৃতদের মধ্যে প্রিন্স মিতেব ছাড়াও দেশটির শীর্ষ ধনী প্রিন্স আওলাদ বিন তালাল রয়েছেন।

আটককৃতদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে সেটাও স্পষ্ট নয়। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করেই বিচারকার্য পরিচালনা হবে।

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত