জেরুজালেম ইস্যু নিয়ে বৈঠকে বসবে ওআইসি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯

অনলাইন ডেস্ক

জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের রাজধানীর স্বীকৃতির জেরে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে। সংস্থাটির সভাপতি দেশের প্রধান হিসেবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছেন।

বুধবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, জেরুজালেম ইস্যুতে স্পর্শকাতর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আগামী ১৩ ডিসেম্বর ওআইসির সদস্য দেশগুলোর নেতারা ইস্তাম্বুলে বৈঠকে বসবেন। মুসলিম দেশগুলো জেরুজালেমের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ পদক্ষেপের ঘোষণা দিতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার ঘোষণা দিতে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার জেরে ওআইসির বৈঠক আহ্বান করা হলো।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দিতে চান। তবে এরইমধ্যে অনেক মুসলিম দেশ ট্রাম্পের এ পরিকল্পনার পরিণামের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। 

সাহস২৪.কম/আল মনসুর