নেপালে নির্বাচনে বামপন্থিরা বিজয়ের কাছকাছি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৩:৫১

সাহস ডেস্ক

নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ও গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে গত ২৬ নভেম্বর (রবিবার) প্রথম দফা এবং গত ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ দফা ভোট হয়। এতে বামপন্থীদের নেতৃত্বাধীন জোট বড় ধরনের বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সাবেক মাওবাদী বিদ্রোহী নেতৃত্বে মধ্যপন্থী কমিউনিস্টদের জোট ৮০টি আসনের মধ্যে ৬৩টিতে জয় পেয়েছে।

২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে নেপাল ২০১৫ সালে একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করে। এই সংবিধান অনুযায়ী এবারই প্রথম ভোট হচ্ছে। এতে জাতীয় সংসদের পাশাপাশি ভোটাররা দেশের সাতটি প্রদেশের প্রতিনিধিও নির্বাচিত করবেন।

এরপর প্রাথমিকভাবে জাতীয় সংসদের ৮০টি আসনের ফল ঘোষণা শুরু হয়। এর মধ্যে ৬৩টি আসনে নিজেদের বিজয় নিশ্চিত করেছে কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফাইড মার্কসিস্ট-লেনিনিস্ট) বা সিপিএন-ইউএমএলের মাধব কুমার নেপাল এবং নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী-কেন্দ্র) সাবেক গেরিলা নেতা পুষ্পকুমার দাহাল প্রচণ্ডের নেতৃত্বাধীন বামপন্থীরা।

দেড় কোটি ভোটারের দেশটিতে জাতীয় সংসদের মোট আসনসংখ্যা ২৭৫টি। এর মধ্যে ১৬৫ আসনে সরাসরি নির্বাচন হয়। অর্থাৎ এসব আসনের প্রার্থীরা সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বাকি ১১০টি আসন রাজনৈতিক দলগুলোর ভোট পাওয়ার অনুপাতে নির্ধারণ করা হয়। ঠিক একইভাবে সাতটি প্রদেশের প্রতিনিধিরাও নির্বাচিত হবেন।

নেপালি কংগ্রেসের প্রধান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন জোট এবারের নির্বাচনে খারাপ ফল করেছে। 


সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত