সৌদি রাজপ্রাসাদে বিক্ষোভ, ১১ প্রিন্স গ্রেপ্তার

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৮, ১১:১৪

সাহস ডেস্ক

সৌদি আরবের রিয়াদে রাজ প্রাসাদে বিক্ষোভের কারণে দেশটির ১১ জন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। এখন থেকে পানি ও বিদ্যুৎ বিল এই প্রিন্সদের নিজেদেরই দিতে হবে- অর্থনৈতিক সংস্কারের অংশ হিসাবে সৌদি সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ওই প্রিন্সরা বিক্ষোভ করছিলেন। 

এদিকে বিক্ষোভকারী প্রিন্সদের প্রথমে প্রাসাদ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সরতে রাজি না হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। 

রাজপ্রাসাদের সূত্র স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ নতুন নির্দেশনা জারি করেছেন যে, সরকার এখন থেকে আর প্রিন্সদের বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করবে না। প্রাসাদে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন প্রিন্সরা। এ ছাড়া তারা গেল বছর হত্যার দায়ে এক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের দাবি করছিলেন। পরে তাদের কর্তৃপক্ষের নির্দেশে গ্রেপ্তার করা হয়। 

প্রসঙ্গত, সম্প্রতি দেশটিতে রাজপরিবারের অনেক সদস্য, বর্তমান ও সাবেক মন্ত্রী, শীর্ষ ধনকুবেরদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিলাসবহুল হোটেলে বন্দী রাখা হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। পরে অনেককেই সম্পদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়।

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত