ইসরায়েলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৮, ১০:৫৫

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গাজা-ইসরায়েল সীমান্ত বেষ্টনীর কাছে সেনাসদস্যদের ছোড়া গুলিতে আমির আবু মুসায়েদ নামের ১৬ বছরের এক তরুণ নিহত হয়। আহত হন আরও দুজন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে পশ্চিমতীরের নাবলুস শহরের বুরিন গ্রামে। ওই গ্রামে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে আলি ওমর নামের আরেক তরুণ নিহত হয়েছে।

২০১৬ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিবাদে নতুন করে বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা। শক্তি প্রয়োগের মাধ্যমে এসব বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সাহস২৪.কম/আল মনসুর