রুশ সংযোগ নিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ নেই: ট্রাম্প

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১২:২১

সাহস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ সংযোগ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ নেই। গত ১০ জানুয়ারি (বুধবার) সাংবাদিকদের তিনি বলেন, যেহেতু কোনও প্রমাণই নেই। কারও কাছে কোনও সূত্র নেই। আমি এর সঙ্গে যুক্ত নেই তাহলে এমন জিজ্ঞাসাবাদের কী দরকার। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছেন এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার। ট্রাম্পের বিরুদ্ধে ওই তদন্ত চলাকালে ট্রাম্পের কয়েকজন জ্যেষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ ও ‘মিথ্যা বিবৃতি দেওয়া’র অভিযোগ আনা হয়।

ট্রাম্প সবসময়ই রুশ সংযোগের কথা অস্বীকার করে আসছেন। এর আগে ২০১৭ সালের জুনে ট্রাম্প বলেছিলেন, তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শতভাগ প্রস্তুত। তবে এবার অন্যরকম কথা বলছেন ট্রাম্প। তিনি বলেন, আমি দেখবো আসলে কি হয়।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত