ইকুয়েডরের নাগরিকত্ব পেয়েছেন জুলিয়া অ্যাসাঞ্জ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১২:২৪

সাহস ডেস্ক

অসংখ্য গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অবশেষে ইকুয়েডরের নাগরিকত্ব পেয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অ্যাসাঞ্জকে ঘিরে চলমান সংকট নিরসনে এই উদ্যোগ নেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা এসপানিসো ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) বলেন, অ্যাসাঞ্জ নাগরিকত্বের জন্য আমাদের কাছে আবেদন করেছিলেন। গত ১২ ডিসেম্বর তার আবেদন গ্রহণ করা হয়।

গেল সপ্তাহেও অ্যাসাঞ্জকে কূটনৈতিক মর্যাদা দিতে লন্ডনের কাছে অনুরোধ জানায় ইকুয়েডর। তবে লন্ডন তাদের সেই অনুরোধ গ্রহণ করেনি বলে জানায় গার্ডিয়ান।

প্রসঙ্গত, ২০১০ সালে কয়েক লাখ মার্কিন গোপন নথি ফাঁস করে উইকিলিকস বিশ্বে আলোচনার ঝড় তুলে দেন। তখন থেকেই বিশ্বব্যাপী আলোচনায় উইকিলিকস প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় বংশোদ্ভুত জুলিয়ান অ্যাসাঞ্জ। ওই বছরেই যৌন হয়রানির অভিযোগে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তার এড়াতে ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছেন অ্যাসাঞ্জ। অবশ্য গত মে মাসে অ্যাসাঞ্জের বিরুদ্ধে চলমান ধর্ষণ মামলার তদন্ত স্থগিত করেন সুইডেনের আইনজীবীরা।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত