মিয়ানমারে একাধিক ভূমিকম্পের হানা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১৪:৩৩

সাহস ডেস্ক

মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে একাধিক ভূমিকম্প আঘাত এনেছে। তবে এতে হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ইয়াঙ্গুনের একজন বাসিন্দা জানিয়েছেন, তাদের ছয়তলা ভবনটি তিনবার কেঁপে উঠে। সবচেয়ে শক্তিশালী কম্পনটি কমপক্ষে এক মিনিটের মতো স্থায়ী ছিল।

তিনি বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। কিন্তু ভবনটি এতো জোরে কাঁপছিল যে আমরা সবাই আতঙ্কিত হয়ে জেগে যাই।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ( ইউএসজিএস) জানিয়েছে, রাত ১টার কিছু আগে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৬ মাত্রার। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট কম্পনটির উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের ১৭২ কিলোমিটার উত্তরে।

ঘটনার ২০ মিনিটের মধ্যে ৫.৩ এবং ৫.২ মাত্রার আরো দুটি ভূকম্পন অনুভূত হয়।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত