কঙ্গোতে বন্যায় নিহত ৪৫

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১৮:১৭

সাহস ডেস্ক

আফ্রিকার ডি আর কঙ্গোতে বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, পাঁচ হাজারেরও বেশি মানুষ গৃহহারা হয়েছে।

১১ জানুয়ারি (বৃহস্পতিবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিররা এক প্রতিবেদন এসব তথ্য উঠে আসে।

ওই প্রতিবেদনে বলা হয়, অতিবৃষ্টি ও বন্যার কারণে কঙ্গোর কিনশাসা শহর ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। গত ৩ জানুয়ারি বৃষ্টি শুরু হয়ে ৬ জানুয়ারি পর্যন্ত টানা বৃষ্টি চলে। বৃষ্টির কারণে বাড়িতে পানি ঢুকে যায়, অনেক দেয়াল ভেঙে পড়ে। সৃষ্টি হয় ভূমিধস।

বিশ্ব সাস্থ্য সংস্থা জানায়, এই বন্যায় কলেরার ভয়াবহতা দেখা দিতে পারে। বিগত ২০ বছরে কঙ্গো এমন ভয়াবহ কলেরা দেখেনি।  গত জুলাইয়ে দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান অন্তত ১১৯০ জন। দেশটির ২৬ প্রদেশের ২৪টিতেই এই রোগ ছড়িয়ে পড়ে।

ডক্টরস উইদাউট বর্ডারসের জন লিয়ংল বলেন, গেল সপ্তাহেই আমরা ২০টি ঘটনা দেখেছি। এখন প্রতি সপ্তাহে ১০০ জন রোগী আসছে আমাদের কাছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত