সিরিয়ায় আবারও রাসায়নিক হামলা

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:১৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:২০

অনলাইন ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী বিদ্রোহী অধ্যুষিত এলাকায় আবারও রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ওই প্রতিবেদনে বলা, ওই এলাকায় প্রতিদিন বোমা হামলার ঘটনা ঘটছে। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ক্লোরিন গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। দেশটির স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যার কারণে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে গত বছর খান সেইখুন শহরে সারিন গ্যাস হামলায় ৮০ জনেরও বেশি প্রাণ হারান। এছাড়া ২০১৩ সাল থেকে পূর্ব ঘৌটা এলাকার অন্তত ৪০ হাজার বাসিন্দা সরকার সমর্থিত রুশ বাহিনীর নিকট বন্দি রয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর সেখানে কয়েকবার রাসায়নিক হামলার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়ো সরকার। এদিকে, ১০ই জানুয়ারি জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার জানিয়েছেন, ৩১শে ডিসেম্বর থেকে ওইদিন পর্যন্ত ঘৌটায় চালানো বিমান হামলায় অন্তত ৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর