উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ভয়ে জাপানে তীব্র আতঙ্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৭:১৮

সাহস ডেস্ক

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ভুল সতর্কবার্তায় আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের পর এবার জাপানে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। আর এই ভুল বার্তা পাঠানোর জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে। খবর পার্সটুডের। 

এনএইচকে’র মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ১৬ জানুয়ারি (মঙ্গলবার) জনগণের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়, খুব সম্ভবত উত্তর কোরিয়া জাপানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে যাচ্ছে। কাজেই জনগণ যেন অনতিবিলম্বে তাদের ঘরবাড়ি ত্যাগ করে।

এই বার্তায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর এনএইচকে থেকে প্রচারিত এক বার্তায় ভুল সতর্কতা জারি করার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া হয়

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত