সরকারের বাজেট নিয়ে মার্কিন সিনেটে মতবিরোধ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১২:১১

সাহস ডেস্ক

সরকারের বাজেট বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটররা একমত হতে ব্যর্থ হওয়ায় দেশটির সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিবিসি জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বাজেট বাড়ানো নিয়ে প্রস্তাবিত বিল সিনেটে অনুমোদনের শেষ সময় শুক্রবার মধ্যরাত।

কিন্তু শেষ মুহূর্তেও একমত হতে পারেননি সিনেটররা। বিলের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রিপাবলিকান ও ডেমক্রেট সিনেটরদের মধ্যে তীব্র মতবিরোধ থাকায় ভোটের সিদ্ধান্ত নিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সিনেটরদের নেতা মিচ ম্যাককনেল। তবে কিভাবে ভোট গ্রহণ চলছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি।

যদিও পরিস্থিতি বলছে, বিলটি নিয়ে পরবর্তী আলোচনার পথ খোলা রাখতে প্রয়োজনীয় ৬০ ভোটই পাওয়া যাবে না। এর আগে ২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সিনেটরদের মতবিরোধে যুক্তরাষ্ট্র সরকারের তহবিল বন্ধ হয়ে গিয়েছিল এবং ১৬ দিন পর্যন্ত ওই অচলাবস্থা ছিল।

আগামী মাস পর্যন্ত সরকারের বাজেট বাড়ানোর বিলটি বৃহস্পতিবার রাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভে ২৩০-১৯৭ ভোট পাস হয়।শুক্রবার মধ্যরাতের মধ্যে একটি সমাধানে পৌঁছাতে না পারলে দেশটির অনেক সরকারি দপ্তর বন্ধ হয়ে যাবে।

তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজ চলবে। যার মধ্যে জাতীয় নিরাপত্তা, ডাক, বিমান ওঠা-নামার কাজ, হাসপাতালে ভর্তি রোগীদের সেবা, হাসপাতালে জরুরি বিভাগে সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, কারাগার, কর বিভাগ এবং বিদ্যুৎ উৎপাদন অন্যতম।

বন্ধ হয়ে যাবে জাতীয় উদ্যান এবং স্মৃতিস্তম্ভগুলোর রক্ষণাবেক্ষণ কাজ; ওবামার আমলে যা নিয়ে জনরোষ দেখা দিয়েছিল। সিনেটে ভোট শুরুর আগে উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে নিজের হতাশা প্রকাশ করেন।

সাহস২৪.কম/বিবিসি/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত