সিরিয়ার আফরিনে তুর্কি অভিযান, নিহত ১০

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:৪৫

সাহস ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন এলাকায় তুরস্কের সেনা বাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছে। নিহতরা সবাই কুর্দি জঙ্গি বলে দাবি আংকারার।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০ জানুয়ারি (শনিবার) নিহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

কুর্দি মিলিশিয়া দল কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটের মুখপাত্র জানান, তুর্কি সেনাদের হামলায় শিশুসহ সাত বেসামরিক নাগরিক ও দুজন যোদ্ধা নিহত হন। তবে আঙ্কারা বলছে, তাদের এ অভিযানে নিহতরা সবাই কুর্দি জঙ্গি।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে আফরিন একটি পাহাড়ি এলাকা। সেখানে ১০ লাখের বেশি মানুষের বাস, যাদের অধিকাংশই কুর্দি জনগোষ্ঠী। 

শনিবার কুর্দি নিয়ন্ত্রিত আফরিন এলাকা থেকে তাদের উৎখাতের লক্ষ্যে তুর্কি সেনা ও তাদের মিত্র সিরীয় বিদ্রোহীরা একযোগে বিমান ও স্থল অভিযান শুরু করে। সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক তাদের এ অভিযানের নাম দিয়েছে অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’।

স্থানীয় সময় ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে কুর্দি অধ্যুষিত সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযান শুরু হয়। অপরদিকে, এ অভিযানের ব্যাপারে রাশিয়া তুরস্কের উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষের প্রতি সংযম দেখানোর জন্য আহ্বান জানিয়েছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত