কাবুলে হোটেলে হামলা, চার বন্দুকধারীসহ নিহত ৬

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩

সাহস ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন বিদেশি রয়েছে। আহত হয়েছেন আরও আটজন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ২০ জানুয়ারি (শনিবার) রাতে চারজন বন্দুকধারী অতর্কিতে ওই হোটেলে হামলা চালায়। হোটেলে ঢুকেই ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা অতিথিদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। হোটেলের একটি অংশে আগুন ধরে যায়। জিম্মি হয়ে পড়েন অনেক অতিথি।

২১ জানুয়ারি (রবিবার) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে অবস্থান নেন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় ১২ ঘণ্টা পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ টোলো নিউজকে বলেছেন, শনিবার রাতে বন্দুকধারীরা হোটেলটিতে হামলা চালিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে হোটেলটির একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়।

এ ঘটনায় চার হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচ জনই আফগানিস্তানের নাগরিক আরেকজন বিদেশি।

কাবুলের ছয়তলা বিশিষ্ট বিলাসবহুল হিলটপ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এই হোটেলেই এর আগে ২০১১ সালে হামলা চালিয়েছিল তালেবান জঙ্গিরা।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত