মার্কিন কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটছে

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৪:০৬

সাহস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিলে স্বাক্ষরের মধ্য দিয়েই দেশটিতে সরকারি কাজে আংশিক অচলাবস্থার অবসান হয়েছে। ২২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় ওই বিলটিতে অনুমোদন দেওয়ার পরই তিন দিন ধরে বন্ধ থাকা কার্যক্রম পুনরায় চালু হয়।

মার্কিন প্রশাসনের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) থেকে থেমে থাকা সরকারি কাজ আবারও শুরু হবে।

এর আগে অভিবাসন বিষয়ে সিনেটের নেতা চাক শুমার ও রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেলের মধ্যে একটি সমঝোতা হয়। পরে হাউস ও সিনেটের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। হাউসে ২৬৬-১৫৯ ভোটে পাস হয় প্রস্তাবটি। এবার আগের চেয়ে ৩৬টি ভোট বেশি পড়ে। আর সিনেটে বিলটি ৮১-১৮ ভোটে পাস হয়। এরপর সোমবার রাতেই বিলটিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি (শনিবার) সরকারি কাজে অচলাবস্থা তৈরির পর থেকে বন্ধ হয়ে যায় শিক্ষা ও বাণিজ্য, আবাসন ও পরিবেশসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। তবে জরুরি সেবা বিভাগগুলো এর আওতার বাইরে ছিল। তবে অচলাবস্থার ফলে বিপাকে পড়েন সাধারণ নাগরিকসহ সরকারি কর্মকর্তারা।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত