তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৭, নিখোঁজ ৬৭

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪২

সাহস ডেস্ক

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর এখনও চলছে উদ্ধার অভিযান। এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাতজন। নিখোঁজ রয়েছেন অন্তত ৬৭ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধার কাজ চলাকালীন সময়েই বুধবার হুয়ালেনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত আনে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে উপকূলীয় ওই শহর থেকে ২০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের ফলে আংশিক ভেঙে পড়া হোটেল ও আবাসিক ভবন থেকে আক্রান্ত লোকজনকে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিতে সেনাবাহিনীকেও তলব করা হয়েছে।

পর্যটন নগরী হুয়ালিনে প্রায় এক লাখ মানুষ বাস করেন। ভূমিকম্পের আঘাতে এর রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৪০ হাজার বাড়ির পানির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ৬০০ বাড়ির বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়েছে।

জাতীয় অগ্নিনির্বাপন সংস্থার মতে, ভূমিকম্পে ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহত হয়েছেন সাতজন।দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, এখনও নিখোঁজ রয়েছেন ৬৭ জন।  

এর আগে ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে ২৪০০ এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন এক লাখ মানুষ।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত