রোহিঙ্গা সংকট নিয়ে আজ নিরাপত্তা পরিষদে বৈঠক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৮

সাহস ডেস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি।

আট দেশের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সুইডেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস, কাজাখস্তান ও গিনি রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তাব দেয়।

গত বছরের আগস্টের শেষ দিকে মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান শুরু করলে প্রায় পৌনে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত