যৌন কেলেঙ্কারির ইস্যুতে অক্সফামের উপপ্রধান নির্বাহীর পদত্যাগ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৭

অনলাইন ডেস্ক

কর্মীদের যৌন কেলেঙ্কারির ঘটনায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা পেনি লরেন্স।

পেনি লরেন্স বলেছেন, তিনি এ ঘটনায় অত্যন্ত লজ্জিত এবং এর পূর্ণ দায় নিচ্ছেন।

এছাড়া অক্সফামের কেলেঙ্কারির বিষয়টি স্বীকার করার পর সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন রোনাল্ড ভন হওয়ারমেরিন (৬৮)।

প্রসঙ্গত, ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হাইতিতে অভাবে পড়া মেয়েদের নিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগ উঠে। ২০১০ সালে সংস্থাটির হাইতির তৎকালীন পরিচালক রোল্যান্ড ভ্যান হাউওয়েরমেইরেনের বিরুদ্ধে এই অভিযোগ। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল অক্সফাম।

ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস এক প্রতিবেদনে জানায়, হাইতির ডেলমাসে একটি অতিথি শালায় কিছু অল্পবয়স্ক পতিতাদেরকে যৌন পার্টিতে আমন্ত্রণ জানায় রোল্যান্ড ভ্যানসহ অক্সফামের কর্মীরা।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর