ভারত-পাকিস্তান আবার মুখোমুখি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৭

সাহস ডেস্ক

কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত।

শনিবার কাশ্মিরের ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ওই হামলায় ছয় সেনা এবং এক সেনার বাবা নিহত হয়। নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয় তিন জঙ্গি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামান বলেছেন, পাকিস্তান থেকেই যে জঙ্গি হামলা চালানো হয়েছে তার প্রমাণ আছে।

তিনি সোমবার বলেন, জঙ্গিদের পাকিস্তান সীমান্ত থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে। দেশটি সন্ত্রাস বিস্তার করছে এবং অনুপ্রবেশ বাড়াতে সংঘর্ষবিরতি লংঘন করছে। সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তগীর খান বলেছেন, ভারত অহেতুক অভিযোগ করেছে। কোনো প্রমাণ দিতে পারছে না।

তিনি বলেন, ভারতের সামরিক আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মিথ্যা অভিযোগ না দিয়ে প্রমাণ দেওয়া এবং নিজেদের ভেতরের সন্ত্রাস দমনে ভারতের প্রতি আহবান জানান। 

সূত্র: ডন ও রয়টার্স
সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত