পাকিস্তান নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছে: যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস সাবধান করে দিয়ে বলেছেন, পাকিস্তান নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এগুলোর মধ্যে স্বল্প-পাল্লার ট্যাকটিক্যাল অস্ত্রও রয়েছে, এগুলো আরও বেশি আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।

১৪ ফেব্রুয়ারি (বুধবার) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টাইম অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে। 

যুক্তরাষ্ট্র সিনেটের গোয়েন্দা বিষয়ক সিলেক্ট কমিটির বৈশ্বিক হুমকি বিষয়ক এক শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস এ তথ্য জানিয়েছেন।

শুনানিতে তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান ধারবাহিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে এবং নতুন ধরনের পারমাণবিক অস্ত্র  তৈরি করছে, এর মধ্যে স্বল্পপাল্লার কৌশলগত অস্ত্র, সাগরভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং  দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

নতুন ধরনের এসব পারমাণবিক অস্ত্রের কারণে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক  করেছেন কোটস।

সাহস২৪.কম/ জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত