মিসরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫৩ জঙ্গি নিহত

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৩

সাহস ডেস্ক

মিসরে সন্ত্রাসের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সর্বাত্মক অভিযানে ৫৩ জঙ্গি নিহত হয়েছে, আটক করা হয়েছে ৬৮০ জনকে।

দেশটির সামরিক মুখপাত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একথা জানায়।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মার্চে নির্বাচনের আগে এই অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। গেল নভেম্বরে সিনাইয়ের একটি মসজিদে হামলায় ৩০০ জন নিহত হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন তিন মাসের  মধ্যে জঙ্গি নির্মূল করবেন তিনি।

মিসরে এমন ভয়াবহ হামলা আগে হয়নি। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক মিত্র।

এই অভিযানে অংশ নেয় সেনা, বিমান ও নৌবাহিনী সঙ্গে পুলিশও ছিলো। গত ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) উত্তর সিনাইয়ের অভিযান শুরু করে।

রাষ্ট্রীয় টেলিভশনে সম্প্রচারিত এক কনফারেন্সে কর্নেল তামের আল রিফাই বলেন, তারা এক হাজার কেজি বিস্ফোরক উদ্ধার  করেছেন। ধ্বংস করেছেন ৩৭৮টি গোপন আস্তানা ও অস্ত্র মজুদ স্থান। আর গ্রেপ্তার করা হয়েছে ৬৮০ জনকে।

অভিযান শুরু করা শতাধিক বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। বিমান বাহিনীল ব্রিগেডিয়ার জেনারেল আলা দাওয়ারার  দাবি, তারা বেসামরিক নাগরিকদের এড়িয়েই এই হামলা চালিয়েছেন।

সামরিক অভিযানের পর সিনাইয়ের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।

সাহস২৪.কম/ জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত