তিব্বতের প্রাচীন আশ্রমে অগ্নিকাণ্ড

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭

অনলাইন ডেস্ক

তিব্বতে বৌদ্ধ ধর্মালম্বী মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্রস্থান জোখাং আশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও ধারনা পাওয়া যায়নি।

১৭ ফেব্রুয়ারি (শনিবার) ওই আগুন লাগে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদমাধ্যম। তারা জানায়, আগুনে সাংস্কৃতির ধ্বংসাবশেষের কোনো ক্ষতি হয়নি।

তিব্বতের লাসায় অবস্থিত জোখাং আশ্রমটি প্রায় ১০০০ বছরের বেশি পুরনো।

প্রসঙ্গত, চীনের মূল সভ্যতা থেকে বলতে গেলে বিচ্ছিন্ন কিন্তু ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ তিব্বতের অধিকাংশ বাসিন্দা বৌদ্ধ ধর্মাবলম্বী। এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এর অবস্থান হওয়ায় তিব্বতকে বলা হয় ‘পৃথিবীর ছাদ’। 

সূত্র : বিবিসি

সাহস২৪.কম/আল মনসুর