যৌন হয়রানির শিকারদের তহবিলে ১০ লাখ পাউন্ড দিলেন এমা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৩

সাহস ডেস্ক

ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন যৌন হয়রানির বিরুদ্ধে প্রচার তহবিলে ১০ লাখ পাউন্ড (১ মিলিয়ন)  দান করেছেন।

কর্মস্থলে যৌন হয়রানির শিকার হওয়া নারীদের আইনি সহায়তা দিতে এ তহবিল গঠন করা হয়েছে। এ জন্য ২শরও বেশি ব্রিটিশ এবং আইরিশ অভিনেত্রী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করার পর হ্যারি পটারখ্যাত এমা ওয়াটসন এ অনুদান দিলেন।

এমার সঙ্গে ‘গো ফান্ড মি’ নামের সাইটে তহবিলে দানকারীদের তালিকায় রয়েছেন অভিনেতা টম হিডেলস্টোন ও অভিনেত্রী কিরা নাইটলির মতো তারকা। তারা প্রত্যেকে ১০ হাজার পাউন্ডস করে অনুদান দিয়েছেন।

হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে হারমিওন গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে বিশ্ব পরিচিতি পান এমা ওয়াটসন। বর্তমানে তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ খ্যাত অভিনেত্রী এমা প্রথম তারকা। যিনি হলিউডের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত