সোমালিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ১৮

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২০

সাহস ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। এ সময় পাঁচজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বলে জানায় স্থানীয় পুলিশ।

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশটির রাষ্ট্রপতির বাসভবনের ফটকের সামনে এবং জাতীয় গোয়েন্দা সংস্থার কাছাকাছি স্থানে আলাদা দুটি বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসলামভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। একটি জাতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে তারা স্বীকার করে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, জঙ্গিদের রাষ্ট্রপতির বাসভবনের সামনের চেকপয়েন্টে থামানোর চেষ্টায় ব্যর্থ হলে এ হামলা শুরু হয়। এরপরই কাছাকাছি একটি হোটেলের পার্কিংয়ে রাখা গাড়িও বিস্ফোরিত হয়।

পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলার সময় অনেক সৈন্য ভবনের পাশের রাস্তায় পাহারারত ছিলেন।

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত