সাবেক সাংবাদিক ম্যাককোর্মাক অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২

সাহস ডেস্ক

অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী হলেন দেশটির একটি আঞ্চলিক পত্রিকার সাবেক সম্পাদক মিশেল ম্যাককোর্মাক। ক্ষমতাসীন  জোটের অংশীদার দ্য ন্যাশনালসের নেতা হিসেবে বার্নাবি জয়সের স্থলাভিষিক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি অস্ট্রেলিয়ায় উপপ্রধানমন্ত্রী হলেন।

গত ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বার্নাবি জয়েস সাবেক কর্মচারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে উপপ্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। তিনি উপপ্রধানমন্ত্রী হিসেবে দুবছর দায়িত্ব পালন করেছেন।

দ্য ন্যাশনালসের প্রধানের পদ থেকে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) সরে দাঁড়াবেন ঘোষণা দিয়েছিলেন জয়েস।

ম্যালকম টার্নবুলের উপপ্রধান হওয়া সাংবাদিক ম্যাকরমাক অস্ট্রেলিয়ার রাজনীতিতে খুব একটা পরিচত কেউ নন। রাজনীতিতে  জয়েসের তুলনায় অনেক কম অভিজ্ঞতা নিয়ে তিনি এই পদে আসীন হলেন। তিনি প্রথম পার্লামেন্টে যান ২০১০ সালে।

ম্যাককোর্মাক বলেন, বার্নাবি জয়েস একজন অসাধারণ নেতা। তিনি আমাদের দলকে অনেক কিছু দিয়েছেন। জাতির প্রতি তার  অবদান একেবারে শেষ হয়ে যাবে না। তার উত্তরাধিকার অবশ্যই স্থায়ী হবে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে রক্ষণশীল ও অনেকটা অখ্যাত ম্যাককোর্মাক সমকামিতাকে ঘৃণ্য হিসেবে উল্লেখ করে পত্রিকায় কলাম লিখে  ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত