৪৮টি টাইফুন যুদ্ধবিমান কিনছে সৌদি আরব

প্রকাশ : ১০ মার্চ ২০১৮, ১৩:৩৭

সাহস ডেস্ক

ব্রিটেনের কাছ থেকে ৪৮টি অত্যাধুনিক টাইফুন যুদ্ধবিমান কিনবে সৌদি আরব। বিমান কেনার বিষয়ে দুদেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তিন দিনের বৃটেন সফরের শেষ দিনে এই চুক্তি হয়।

সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ব্রিটেনের কর্তাব্যক্তিদের এক বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে দেশটির ডিফেন্স সেক্রেটারি গাভিন উইলিয়ামসন বলেন, ‌এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হলো।

উইলিয়ামসন আরও বলেন, আমরা টাইফুন যুদ্ধবিমানের আরেকটি চালান চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বৃদ্ধি করবে এবং মহাকাশ খাতে আমাদের চাকরির সুবিধা বাড়াবে।

বর্তমানে ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সৌদি। এতে সেখানে বহু মানুষের হতাহতের ঘটনা ঘটছে। তাই সৌদির এই বিমান ক্রয় যুদ্ধবিরোধী বিভিন্ন মহলকে ক্ষেপিয়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত