দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

প্রকাশ : ১৭ মার্চ ২০১৮, ১৪:১২

সাহস ডেস্ক

পার্লামেন্টের ভোটে দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থার সাবেক প্রধান ওয়াং কিশান।

শনিবার (১৭ মার্চ) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২ হাজার ৯৭০টি ভোটের সবগুলোই পান শি জিনপিং।

অপরদিকে ওয়াং ২ হাজার ৯৬৯ টি ভোট পান। যেখানে মাত্র একজন ভোটার তার বিরুদ্ধে ভোট দেন।

শিকে আজীবন ক্ষমতায় রাখতে গত ১১ মার্চ সংবিধান সংশোধন করে সর্বোচ্চ দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান তুলে দেয় চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস।

যে কারণে শনিবারের ভোটে শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই বাকি ছিল না। তবে ভাইস প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা নিয়েই আগ্রহ ছিল সবার।

উল্লেখ্য, ২০১৩ সালে ২ হাজার ৯৫২ ভোট পেয়ে প্রথমবার চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন শি জিনপিং।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত