মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

প্রকাশ | ২১ মার্চ ২০১৮, ১১:৩৬ | আপডেট: ২১ মার্চ ২০১৮, ১৩:৫২

অনলাইন ডেস্ক

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করেছেন। আজ বুধবার তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে কী কারণে পদত্যাগ করেছেন তার কোনো তথ্য জানা যায়নি। 

তবে সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্যের অবনতি বিষয়টিও পদত্যাগের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। ২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়। ২০১৬ সালের মার্চ মাসে থিন কিয়াও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় পদত্যাগ করলেন থিন কিয়াও।

রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি দায়িত্ব-কর্তব্য থেকে বিশ্রাম নিতেই’ থিন কিয়াও পদত্যাগ করেছেন।  

স্থানীয় কয়েকটি গণমাধ্যমে গত কয়েক মাস ধরে থিন কিয়াও’র শারীরিক অসুস্থতার কথা প্রচার করা হলেও তাঁর কার্যালয় থেকে এ ধরনের বিষয় অস্বীকার করা হয়েছে। 

রাষ্ট্রপতি দপ্তর থেকে বলা হয়েছে, মিয়ানমারের সংবিধানের ৭৩ (বি) ধারা অনুযায়ী, সাত কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির পদ পূরণ করতে হবে।