চীনের দক্ষিণাঞ্চলে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু

প্রকাশ | ২২ এপ্রিল ২০১৮, ১১:০২

অনলাইন ডেস্ক

চীনের দক্ষিণাঞ্চলে শনিবার দুটি ড্রাগন বোট ডুবে ১৭ জন প্রাণ হারিয়েছে। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

শনিবার (২১ এপ্রিল) বিকেলে গিলিন নগরীর তাওহুয়া নদীতে নৌকা বাইচ চলার সময় সরু লম্বা নৌকা দুটি ডুবে যায়।  এই ঘটনায় প্রায় ৬০ জন পানিতে পড়ে যায়।  খবর এএফপি’র।

উদ্ধার কর্মীরা রাত ১০টার দিকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করে।

গিলিন এর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামবাসীরা পুলিশকে না জানিয়েই এই প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করে। এই ঘটনায় দুই আয়োজককে আটক করা হয়েছে।

সাহস২৪.কম/আল মনসুর