স্কুবা ডাইভে বিশ্বরেকর্ড

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৪:২৮

সাহস ডেস্ক

প্রচণ্ড ঠাণ্ডা লবণাক্ত পানিতে সবচেয়ে বেশি সময় স্কুবা ডাইভ করে নতুন রেকর্ড গড়েছেন তুরস্কের ডুবুরি সে কারাবি। তুরস্কের সবচেয়ে বড় দ্বীপ গোকসিয়াডায় আন্ডারওয়াটার মেরিন পার্কে একটানা ৩০ ঘণ্টা ২০ মিনিট পানির তলে ছিলেন তিনি।

সোমবার (২৩ এপ্রিল) শুরু করে মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালের মধ্যেই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি গড়েন। অ্যাকুরিয়ামম্যান নামে খ্যাত সে কারাবি এই সময়টির প্রতিটি মুহূর্তে তিনি পানির নিচে ছিলেন।

এ সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধি সাইয়েদা সুবাসি গিমিসি উপস্থিত ছিলেন।

কারাবি প্রতিদ্বন্দ্বিতা করেন নরওয়ের ডুবুরি নিলস-রোয়ার নেলসের সঙ্গে। ২০১৬ সালে নিলস দেশটির ইডকজোসানে ১৫ ঘণ্টা ১০ মিনিট পানির নিচে ছিলেন।

৩০ ঘণ্টার বেশি পানির নিচে থাকার অভিজ্ঞতা সম্পর্কে তুর্কি ডুবুরি বলেন, প্রথম ১০ ঘণ্টাকে আমি শিক্ষানবিস হিসেবে ধরে নিয়েছিলাম। দ্বিতীয় ১০ ঘণ্টা প্রশিক্ষণকাল। কারণ আমি যা শিখছি, তাতে আমার উন্নতি দরকার ছিল। এরপর চূড়ান্তভাবে আমি তৃতীয় ১০ ঘণ্টা পার করেছি।

 

সাহস২৪.কম/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত