মমতাকে মাথার চিকিৎসা করার পরামর্শ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৮, ১৭:১৭

সাহস ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথার চিকিৎসা করার পরামর্শ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরা রাজ্যে বিজেপির বিজয়কে পৌরসভার বিজয় হিসেবে মমতা তুলনা করায় এ মন্তব্য করেন বিপ্লব দেব।

বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি। অন্যদিকে মমতা হলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা।

মঙ্গলবার (২৪ এপ্রিল) একটি সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে বিপ্লব বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার চিকিৎসা করার দরকার। মানসিক শান্তি পেতে তার মন্দিরে যাওয়া উচিত।

ত্রিপুরার বিধানসভার নির্বাচনে বিজেপির প্রার্থী বিপ্লব দেবের জয়কে মমতা একটি পৌরসভার জয়ের সঙ্গে তুলনা করেছিলেন। মমতার ওই মন্তব্যের নাখোশ হন বিপ্লব দেব। মমতা ত্রিপুরার মতো ছোট একটি রাজ্যের বিজেপির জয়কে গুরুত্ব দিতে চাননি। ত্রিপুরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট একটি রাজ্য। এই রাজ্যে লোকসভার আসন মাত্র ২টি এবং রাজ্য সভার আসন একটি। আর রাজ্য বিধানসভার আসন ৬০টি।

সাহস২৪.কম/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত