ইন্দোনেশিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা: নিহত ৮

প্রকাশ : ১৩ মে ২০১৮, ১০:৩৫

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাবায়ার তিনটি গির্জা লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলাসহ বেশ কয়েকটি শক্তিশালী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত আট জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন।

ইস্ট জাভা পুলিশের মুকপাত্র ফ্রান্স বারুং মাঙ্গেরা বলেন, আজ রবিবার (১৩ মে) ১০ মিনিটের ব্যবধানে তিনটি গির্জায় হামলা চালানো হয়েছে। প্রথম বিস্ফোরণটি স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ঘটে।

হামলার লক্ষ্যবস্তু তিনটি গির্জা হলো সান্তা মারিয়া ক্যাথলিক চার্চ, ইন্দোনেশিয়ান ক্রিস্টিয়ান চার্চ ও পেন্টেকোস্ট সেন্ট্রাল চার্চ। সান্তা মারিয়া গির্জায় মারা গেছে চারজন এবং বাকি দুই গির্জায় চারজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় প্রথম বিস্ফোরণ হয় সান্তা মারিয়া গির্জায়, এরপর ৭টা ৩৫ মিনিট ও ৮টায় যথাক্রমে বাকি দুটি গির্জায় হামলা হয়।

পুলিশের মুখপাত্র বলেন, ‘আমাদের ধারণা এটা আত্মঘাতী হামলার চেষ্টা। আমরা নিহত একজনের পরিচয় জানতে পেরেছি।’
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত