পরমাণু স্থাপনা ভাঙতে শুরু করেছে উত্তর কোরিয়া

প্রকাশ : ১৫ মে ২০১৮, ১৭:১১

সাহস ডেস্ক

পুঙ্গেরি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রটি গুঁড়িয়ে দিতে শুরু করেছে উত্তর কোরিয়া। মে মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে পরমাণু কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে বলে গত সপ্তাহে জানিয়েছিল পিয়ংইয়ং।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পরমাণু কেন্দ্রটির বেশ কিছু ভবন এরইমধ্যে গুঁড়িয়ে ফেলা হয়েছে এবং মাইনিং কার্ট পরিবহনের কিছু রেললাইন সরিয়ে নেওয়া হয়েছে। 

কোরিয়ার মিনিস্ট্রি অব ইউনিফিকেশনের বিবৃতিতে বলা হয়, পরমাণু কেন্দ্রটি বন্ধ করার প্রক্রিয়া প্রত্যক্ষ করতে দক্ষিণ কোরিয়ান সংবাদ সংস্থার একজন রিপোর্টার ও একজন টেলিভিশন ব্রডকাস্টারকে আমন্ত্রণ জানাবে পিয়ংইয়ং। 

উল্লেখ্য, এপ্রিলের শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করার ঘোষণা দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ বৈঠকে উত্তর কোরিয়ার পুঙ্গেরি পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্রটি বন্ধ করা হবে বলে জানান কিম।

সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত