ইন্দোনেশিয়ার পুলিশ সদর দফতরে আবারও হামলা

প্রকাশ | ১৬ মে ২০১৮, ১১:৫৮

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার রিয়াও পুলিশ সদর দফতরে এবার তরবারি নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে হামলার সময় গুলি করে তিন হামলাকারীকে হত্যা করে করেছে পুলিশ। 

বুধবার (১৬ মে) এই হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে একজনের শরীরে বোমা বাঁধা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। হামলার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন আরও চারজন সেখান থেকে পালিয়ে গেছে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা বলেছে,হামলার আগে লোকগুলো নিজেদের গাড়ি চালিয়ে পুলিশ দফতরের প্রাঙ্গনে প্রবেশ করে। এই হামলায় পুলিশ সদর দফতরে কাজের জন্য যাওয়া দুই সাংবাদিকও এতে আহত হয়েছেন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একজন লোক মাটিতে পড়ে আছে। তার পাশেই একটি লম্বা তরবারিও পড়ে আছে।

এর আগে সোমবার শিশুসহ পাঁচ সদস্যের পরিবারের চালানো আত্মঘাতী হামলায় একজন নিহত ও চার পুলিশসহ ১০ জন  আহত হয়েছেন।

আগের দিন একই শহরের তিনটি গির্জায় আরেকটি পরিবারের সদস্যরা আত্মঘাতী হামলা চালালে ৬ জন নিহত হয়। দুটি হামলারই দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।

সোমবার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। এদের একজন নারী।

সাহস২৪.কম/রনি/মশিউর