ইস্তাম্বুলে নিযুক্ত ইসরাইলি কনসালকে অস্থায়ী বহিষ্কারাদেশ তুরস্কের

প্রকাশ : ১৬ মে ২০১৮, ১৫:৩১

সাহস ডেস্ক

তুরস্ক ইস্তাম্বুলে নিযুক্ত ইসরাইলি কনসাল জেনারেলকে অস্থায়ী বহিষ্কারাদেশ দিয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।

গাজা সীমান্তে ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলাকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি কূটনীতি বহিষ্কারাদেশ করা হলো। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি কনসালকে ‘একটি নির্দিষ্ট সময়ের’ জন্যে তুরস্ক ত্যাগ করতে বলেছে।

তুরস্ক ইতোমধ্যেই তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে এবং আঙ্কারায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।

এদিকে ইসরাইল জেরুজালেমে নিযুক্ত তুরস্কের কনসালকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারাদেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত