কলম্বিয়া সীমান্তে সংঘর্ষে ৮ ভিন্নমতাবলম্বী ফার্ক বিদ্রোহী নিহত

প্রকাশ : ১৭ মে ২০১৮, ১১:১১

সাহস ডেস্ক

কলম্বিয়ার ইকুয়েডোর সীমান্তের কাছে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে আট ভিন্নমতাবলম্বী ফার্ক বিদ্রোহী নিহত হয়েছে।  বুধবার বগোটা কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাবেক এক ফার্ক নেতার নেতৃত্বে এই ভিন্নমতাবলম্বীরা বিদ্রোহী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই নেতা ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ সরকারের সঙ্গে ফার্ক স্বাক্ষরিত শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেন। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পুতুমাইয়ো অঞ্চলে এই সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে একজন সাবেক বিদ্রোহী কমান্ডার রড্রিগো ক্যাডেটের সহকারী।

ফার্কের অস্ত্র সমর্পণের আগে এই ভিন্নমতাবলম্বীরা ওই অঞ্চলে ইতিহাসের ভয়াবহতম হত্যাকা- চালিয়েছে। তারা বহু সৈন্য ও বেসামরিক লোককে হত্যা করে বলে সামরিক বাহিনীর অভিযোগ। 

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত