যুবরাজ সালমানের মৃত্যুর গুজব মিথ্যা!

প্রকাশ : ২১ মে ২০১৮, ১৭:২৪

সাহস ডেস্ক

অভ্যুত্থানচেষ্টায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিহত হওয়ার গুজব উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

যুবরাজের ব্যক্তিগত কার্যালয়ের পরিচালক সম্প্রতি তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন, যাতে আবুধাবির যুবরাজ, বাহরাইনের বাদশাহ আর মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বিন সালমানও রয়েছেন।

ইরান ও রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে আসছিল, গত ২১ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে এক অভ্যুত্থানচেষ্টায় নিহত হয়েছেন যুবরাজ।

তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, গত ২১ এপ্রিল একটি খেলনা ড্রোন রাজপ্রাসাদের খুব কাছে চলে এলে নিরাপত্তারক্ষীরা গুলি করে সেটি ভূপাতিত করে।

ইরানের সংবাদপত্র কায়হান-এর খবর অনুযায়ী, রাজপ্রাসাদে ওই হামলায় দুটি গুলি লাগে বিন সালমানের। এরপর এক মাস পেরিয়ে গেলেও তিনি জনসমক্ষে আসেননি। তার নতুন কোনো আলোকচিত্রও প্রকাশ হয়নি।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত